হত্যা, গ্রেফতারের মাধ্যমে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমন করে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২০ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এ কথা বলেন তিনি


বিবৃতিতে বলা হয়, কোটার সংস্কারের যৌক্তিক আন্দোলনের সময় সরকার শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাসবাহিনী দিয়ে হত্যা ও হয়রানি করছে।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতাদের গ্রেফতারের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024