|
Date: 2024-07-21 08:18:12 |
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। সিসিইউ সুবিধার কেবিনে ভর্তি আছেন তিনি। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে তার স্বাস্থ্যের বিষয়ে ছড়ানো গুজবকে ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
১২ দিন হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ১২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। কয়েকদফা শারীরিক বেশকিছু পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে তার।
মাঝে একবার সিসিইউতে ছিলেন বিএনপি নেত্রী। তবে কয়েকঘন্টার ব্যবধানে আবারও ফিরিয়ে আনা হয় কেবিনে। এরমাঝেই শারীরিক নানা জটিলতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয় বেগম জিয়াকে। ১৭ জুলাই হয় তার এন্ডোসকপি। গত দোসরা জুলাই বাসায় ফেরার মাত্র ৬ দিনের মাথায় শ্বাসকষ্ট বেড়ে গেলে আবারও ভর্তি করা হয়েছিলো তাকে। সেই থেকে আছেন এভারকেয়ারেই।
তবে শুক্রবার থেকে হঠাৎ করেই বেগম জিয়ার শারীরিক অবস্থা ও তার মৃত্যু নিয়ে ব্যাপক গুঞ্জন উঠে। গণমাধ্যমগুলোতে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বিভিন্ন শ্রেণিপেশার ফোন দিতে থাকেন। উদ্বেগের সঙ্গে জানতে চান বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা। এমন অবস্থায় তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে সময় সংবাদ।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা রয়েছে স্থিতিশীল, আছেন কেবিনেই। গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বেগম জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়াও চান তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লিভার, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে।
© Deshchitro 2024