চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল      শামসুন্নাহার খান নার্সিং কলেজ বিএসসি নার্সিং দ্বিতীয় ব্যাচের সমাপনী ও  পঞ্চম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। 

৬ নভেম্বর ( রোববার )  সকাল  ১০ টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট   প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে নার্সিং অডিটরিয়ামে অনুষ্ঠিত  সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার চিফ রিপোর্টার  হাসান আকবর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং কলেজ     গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি  মোহাম্মদ রেজাউল করিম আজাদ ,নার্সিং কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডাক্তার কামরুন নাহার দস্তগীর,কার্যনির্বাহী কমিটির জয়েন্ট ট্রেজারার জনাব এস এম কুতুব উদ্দিন,   পরিচালক প্রশাসন ডাক্তার মোঃ নুরুল হক, নার্সিং এর দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ মোশারফ হোসেন,উপ পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স  ডাক্তার এ কে এম আশরাফুল করিম,                                                    শামসুন্নাহার খান নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ,মা ও শিশু    হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এর প্রিন্সিপাল ঝিনু রানী দাস সহ শিক্ষক ও  ছাত্রছাত্রীগন  এ সময়    উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024