|
Date: 2024-07-16 16:49:06 |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সাথে ট্রলারে পিকনিক করে ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ইজিবাইক চালক রাজিবের(৩১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কাঞ্চন পৌরসভার তারাইল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রাজিব গাজিপুরে কালীগঞ্জের বড়কাউ এলাকার আব্দুল হকের ছেলে। পেশায় সেএকজন ইজিবাইক চালক।
নিহতের পরিবারের বরাত দিয়ে নৌ-পুলিশের এসআই মোস্তফা জানান, গত রবিবার সকালে গাজীপুরের কালীগঞ্জের বড়কাউ এলাকা থেকে পিকনিক করার জন্য রাজিব সহ তার ৩০ জন বন্ধু ট্রলার যোগে ঘোড়াশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা শীতলক্ষ্যা নদীর তারাইল এলাকায় পৌঁছালে সন্ত্রাসী শহিদুল, রবিউল, রাশেদ, আরিফ, সিয়ামসহ ১৫/২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুইটি ইঞ্জিন চালিত নৌকা যোগে হামলা চালায় পিকনিকের ট্রলারে। হামলাকারিরা ট্রলারে থাকা বাদল, রাব্বি, রুবেলসহ কমপক্ষে ১০জনকে পিটিয়ে আহত করেন। হামলাকারীদের মধ্যে শহিদুল কাঞ্চন পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পনির হোসেনের ছোট ভাই জানা যায়।
এসময় বাঁচার জন্য ট্রলারে থাকা পিকনিকে লোকজন নদীতে লাফিয়ে পড়ে সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ইজিবাইক চালক রাজিব। বহু খোজাঁখুজির পর না পেয়ে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে গতকাল মঙ্গলবার বেলা ১১ টারদিকে তারাইল এলাকায় শীতলক্ষ্যা নদীতে ১ যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
© Deshchitro 2024