মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শ্লোগানের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ১৬ জুলাই মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের রঘুনাথবাজার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর সদর উপজেলা ইউনিট কমান্ড কার্যালয়ের সামনের রাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সদর উপজেলার ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান আকন্দ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কাক্কু ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান আকন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতের বিষয়। আদালত ছাড়া অন্য কোনো উপায়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। এই কোটা আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারদের পক্ষে কথা বলছে। এটা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের কঠোর হাতে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024