|
Date: 2022-11-06 04:02:12 |
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাখুরিয়া বাজারের সাথে ইটের ভাটায় যাওয়ার সময় গাড়িটি রাস্তা থেকে পরে যায়।চালক ও হেলপার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে। গাড়িড় গতি ও অধিক মাল বহনে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্ষীরা জানায়।
© Deshchitro 2024