বরিশাল প্রতিনিধি 


আগামী ২৪ ঘন্টার মধ্যে জরুরী অধিবেশন বসিয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং ঢাকায় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের শিক্ষার্থীরা। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করার হুমকি দেন তারা। 


আজ রোববার (১৪ জুলাই) পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী  বেলা সাড়ে ১১টা থেকে গণপদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা। এসময় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সিটি কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে বান্দ রোডস্থ জেলা প্রশাসক কার্যালয়ে আসা শুরু করে। 


তারা নগরীর সদর রোড, কাকলির মোড়, জিলা স্কুল মোড় প্রদক্ষিণ করার সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এসব এলাকায়। পরে বেলা ১টার দিকে জেলা প্রশাসক শহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় আগত শিক্ষার্থীরা। 


স্মারকলিপি প্রদান শেষে সরকারি বিএম কলেজ বৈষম্যমূলক কোটা বিরোধী সমন্বয় কমিটির সদস্য হুজাইফা রহমান বলেন, আমাদের যৌক্তিক আন্দোলন দাবিয়ে রাখতে সরকার শাহবাগ থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এহেন ঘৃণ্য এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কাজের তীব্র নিন্দা জানাই আমরা। 


বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যমূলক কোটা বিরোধী সমন্বয় কমিটির উপদেষ্টা নাঈম উদ্দিন জানান, বরিশালের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক প্লাটফর্মে আসা শুরু করেছে। অনতিবিলম্বে সরকারের নির্বাহী আদেশে সকল গ্রেডের নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা সহ বৈষম্যমূলক সকল কোটা বাতিল না করা হলে অনির্দিষ্টকালের জন্য সকল মহাসড়ক অবরোধ করা হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024