|
Date: 2024-07-07 13:49:30 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ও মালিঝিকান্দা ইউনিয়নে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ৭ জুলাই রবিবার বিকেলে সরেজমিনে পরিদর্শন করলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়সহ দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিগণ। পরিদর্শন শেষে গৌরীপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি শহিদুল ইসলাম বলেন, ‘আমি কারও ব্যক্তিগত এমপি নয়, আমি সকল মানুষের এমপি। পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে যে সকল রাস্তাঘাট অতি জরুরি, সেই রাস্তাঘাটগুলো আগে পাকাকরণের ব্যবস্থা করা হবে। এর আগে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীতে বেড়িবাঁধ ও শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদীর ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে।’
© Deshchitro 2024