|
Date: 2024-07-03 14:32:33 |
দুইদিনের সফরে কক্সবাজার আসছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী ৪-৫ জুলাই এ দুই দিন কক্সবাজার সফর করবেন তিনি। এসময় প্রতিমন্ত্রীর স্ত্রী সন্তান তার সফরসঙ্গী হবেন।
বুধবার (৩ জুলাই) মন্ত্রীর একান্ত সচিব, উপসচিব মুহাম্মদ মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন মন্ত্রী। সফরের প্রথম দিনে তিনি সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে কক্সবাজার সদরে উপস্থিতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন “হার পাওয়ার" শীর্ষক প্রকল্প কর্তৃক কক্সবাজার জেলার নারী প্রশিক্ষণার্থীদের চলমান প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে যাবেন। সেখান হতে সাইমন বিচ রিসোর্টে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন এরপর সেখান থেকে কক্সবাজার জেলার ডাক বিভাগের প্রধান ডাকঘর পরিদর্শন করবেন। সেখান হতে হলিডে মোড় টেলিটক কাস্টমার কেয়ারের সার্বিক কার্যক্রম পরিদর্শন ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন এবং বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জ অফিস পরিদর্শন, মতবিনিময় ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন।
এরপর কক্সবাজার সদর হতে মেরিন ড্রাইভ হয়ে ইনানি পর্যন্ত যাত্রা নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন এবং ইনানি হতে মারমেইড বিচ রিসোর্টে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট ও নৈশভোজ সেরে সাইমন বিচ রিসোর্টে রাত্রি যাপন করবেন।
পরদিন শুক্রবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় সাইমন বিচ রিসোর্ট হতে কক্সবাজার রেলওয়ে স্টেশন যাবেন, যাত্রা পথে বিভিন্ন স্থানে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট/ড্রাইভ টেস্ট করবেন। কক্সবাজার রেলওয়ে স্টেশন হতে “জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়)” শীর্ষক প্রকল্পের আওতায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি মৌজায় হাই-টেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট, ড্রাইভ টেস্ট করবেন। সেখান হতে কক্সবাজার সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'ডিজিটাল সংযোগ স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন “জয় সেট সেন্টার' নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন এবং নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট, ড্রাইভ টেস্ট করবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'ডিজিটাল সংযোগ স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় উচ্চ গতির ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ স্থাপনের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে কক্সবাজার ডিসি কলেজ, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও পৌর প্রিপারেটরী হাই স্কুলে যাবেন। এরপর তিনি কক্সবাজার সার্কিট হাউজে যাবেন এবং জুমা'র নামাজ আদায় শেষে হোটেল ডি ওশেনিয়া,লেগুনা বিচ হোটেল এন্ড রিসোর্ট ও হোটেল সিলভার বে, হোটেল কক্স ভিউ, বিডব্লিউডিবি অফিস, কক্সবাজার ডিজিএফ আই অফিসে যাবেন এবং সেখানে বিটিসিএল কর্তৃক কক্সবাজার সদরস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ সরেজমিনে পরিদর্শন এবং গ্রাহকদের সাথে সেবার মান বিষয়ে মতবিনিময় ও নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট, ড্রাইভ টেস্ট করবেন।
এরপর তিনি একইদিন শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার বিমানবন্দর হতে ইউএস বাংলা ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা কক্সবাজার ছেড়ে যাবেন।
© Deshchitro 2024