|
Date: 2024-07-01 12:23:39 |
গত ২ দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ১ জুলাই সোমবার সকাল পর্যন্ত টানা বর্ষণ ও মহারশী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়।
এতে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়ন ও ধানশাইল ইউনিয়নের কয়েকটি গ্রাম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্লাবিত এলাকার বেশ কিছু জমিতে পলি জমে ক্ষতি হয়েছে। ঢলের পানিতে আউশ ও রোপা আমনের বীজতলা কিছু ক্ষতি হয়েছে। প্লাবিত এলাকাগুলো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, গত ১৯ জুন পাহাড়ি ঢলে মহারশী নদীর দিঘীরপাড় এলাকার বাঁধ ভেঙে যায়। ওই ভেঙে যাওয়া বাঁধ দিয়ে ঢলের পানি দ্রুত নিম্নাঞ্চল প্লাবিত হয়।
© Deshchitro 2024