|
Date: 2024-06-29 16:03:11 |
আপত্তিকর ওমানিকর পরিবেশের প্রতিবাদে ইউপির সংবাদের সংবাদ প্রচার।
নিশ্চিত কাটছাট করে আপত্তিকর ও মনগড়া মানহানিকর সংবাদ পরিবেশনের প্রতিবাদে প্রচার করেছেন।
কালির দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন গ্রাম গোবিন্দ চন্দ্র মন্ডল। শনিবার (২৯ জুন) স্থানীয় কালিগঞ্জের ক্লাব গ্রুপে সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্য গ্রুপে গোবিন্দ চন্দ্র মমল বলেন, গত ২২ জুন শনিবার সাতক্ষীরা থেকে প্রদর্শক থেকে দু'টি পত্রিকায় এবং আমাকে প্রচারিত 'আদালত, নামানা ফুলের আক্রোশ নাজেহাল কালিগঞ্জের গ্রামগঞ্জে মনিকা' শীর্ষক একটি সংবাদ প্রকাশ। সমুদ্র সংবাদে আমার মত কাটছাট করে প্রতিবেদক নিজের ইচ্ছা ও এক সংবাদ পরিবেশন করেছেন।
তিনি সাংবাদিকদের প্রতিপক্ষ নন বলে দাবি করেন, তিনি বলেন, নির্বাচনের সিদ্ধান্ত অনুযায়ী একটি গ্রাম্য আদালত। সেই অপরাধের বিচারের দায়িত্ব পালন করে থাকে। তাই কালির দক্ষিণ শ্রীপুর ইউপি'র প্রাকৃতিক হিসেসেগঞ্জ আমি জেলা আদালতের বিচার। যদিও গ্রাম আদালতের বিচারের একজন একজন ম্যাজি স্ট্রেট পার্টি বা দুই অংশের অর্থ একইভাবে তার সম্পর্কে আমার সম্যক আলোচনা নেই। তবে কোন অভিযোগকারী তার আদালতে অভিযোগ বিবাদী পক্ষকে নিয়ম অনুযায়ী নোটিশ করা আইনগত পদ্ধতি। সেক্ষেত্রে বিবাদীকে নিয়মতান্ত্রিকভাবে অভিযোগের কপি দিতে বাধা নেই। একইভাবে বিবাদী একই বিষয় নিয়ে যদি উচ্চ আদালতে প্রশ্ন তোলেন তাহলে তাকে ধর্য্যদিনে গ্রাম্য আদালতে হাজির করা হয় প্রশ্নে কপি জমা দেওয়া বিচারকে (মানওয়ার) অবহিত করে উচ্চ আদালতে প্রশ্নবিদ্ধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গণের প্রশ্ন বন্ধ করতে আবেদন করতে হবে। সেক্ষেত্রে তার ব্যাত্যয় হলে ইউপিকে কোন অধিকারীদিহি করতে হবে। যদিও সংবাদ মাধ্যমে আমাকে পরিকল্পিত করা হয় আমার নোট। পরও নারী কর্মীরা শিশুর দমন ট্রাইবুনালের ছবি কসহ আধার্য আকাশের জন্য সোনার তলা এলাকা উমাকান্ত তার ও পরিবারের সদস্যরা আমার কাছে হাজির হওয়ার জন্য আবেদন করে প্রশ্ন করে নথি আবেদন করেন। অতিরিক্ত আমার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে বিষেদাগার করেছেন। আমার সম্মান নষ্ট করতে তারা সংবাদ মাধ্যমে যে আপত্তিকর ভাষা ব্যবহার করে আমার শ্বশুরবাড়ির সাথে মনিকা কর্মীর শ্বশুরবাড়ি, আগে ভাগ করে নিয়েছি, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করেছেন তা একজন ব্যক্তিকে জনপ্রতিনিধির ব্যবহার করে আপনার মানহানিকর। সংবাদের অলঙ্কারে তীব্র নিন্দা ও প্রতিবাদ স্বীকারও যোগদানের মাধ্যমে গোবিন্দ চন্দ্র মন্ডল সম্মানজনকভাবে দায়ী ও শ্রদ্ধা পালনে তাকে অব্যাহত আহবান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত শ্রীপুর ইউনিয়নের সাধারণ ভোটার আফরন সরদার সহ নেতা নেত্রীন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024