শ্যামনগরে জেলা হত্যা দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনাসভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স,ম আব্দুস সাত্তারের সঞ্চালনায়
আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,  সাবেক ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল-মামুন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি ফয়জুল করিম।

অপরদিকে আমরা শ্যামনগরবাসীর আয়োজনে শ্যামনগর ইউনিয়ন পরিষদ হল রুমে শ্যামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পিপি আ্যাড.জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ছবি- শ্যামনগরে জেলা হত্যা দিবসের আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024