|
Date: 2024-06-26 05:46:40 |
কক্সবাজারের মানুষদের রোহিঙ্গা মনে করে ভিসা হয়রানি বন্ধে পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিটি দূতাবাসে কক্সবাজারের ভাষা বোঝে এমন লোকবল নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন হুইফ সাইমুম সরওয়ার কমল।
তিনি বলেন, রোহিঙ্গা আসার পর থেকে কক্সবাজারের সৌদি আরব, মালয়েশিয়া এবং গালফ রাষ্ট্রে যাওয়ার জন্য কোন প্রবাসী ভিসা রিনিউ করতে গেলে তাদেরকে রোহিঙ্গা বলে অভিহিত করা হয়। তারা(দূতাবাস কর্মকর্তারা) কক্সবাজার আর রোহিঙ্গাদের ভাষার তফাত জানে না। ভিসা পেতে কক্সবাজারের মানুষ যেন হয়রানি না হয় সেজন্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরে কক্সবাজারের ভাষা বোঝে এমন লোক নিয়োগ দেওয়ার অনুরোধ জানান তিনি।
গতকাল সোমবার (২৪ জুন) দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশনে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার ৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল।
এছাড়াও এই মুহুর্তে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা নিয়ে একটি নিরাপত্তা পরিষদ গঠন করা দরকার বলে জানান তিনি। এতে করে বাংলাদেশের ও ভারতের নিরাপত্তা বাড়বে।
এছাড়াও মিয়ানমার সহ অন্যান্য যেসব দেশে কক্সবাজারের বাসিন্দা, যারা বিদেশের কারাগারে আছে তাদেরকে ফিরিয়ে আনার জোর দাবি রাখেন তিনি।
নিজের নির্বাচনী এলাকা সীমান্তের ২ কিলোমিটারের মধ্যে মিয়ানমারের আরাকান বাহিনীর যুদ্ধের কথা উল্লেখ করেন তিনি বলেন, সরকার যদি রামু সেনানিবাস না দিতো তাহলে এতদিন কক্সবাজার অনিরাপদ হয়ে যেত। তাদের হাতে দখল হয়ে যেত। সরকারের এ অবদানের জন্য নিজেরা রক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন সাংসদ।
© Deshchitro 2024