|
Date: 2022-11-02 12:14:48 |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার, রফিক ভবন, শান্ত্ব চত্বরে শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি এক অন্য রকম আমেজ বয়ে আনছে।
বিশ্ববিদ্যালয়ের এসে সকাল থেকেই সবার মুখে একটাই কথা, খেলা কখন? খেলা কখন? ক্লাসে টিচার আসছে তিনিও বলছেন আজকের খেলাটা সত্যি উপভোগ্য। বাংলাদেশ-ভারত মানেই টানটান উত্তেজনা! হার না মানার দৃঢ় মনোভাব নিয়ে মাঠে নামার পূর্বে একটা ভালো অনুশীলনী করছে টাইগাররা। বেলা গড়িয়ে প্রায় দুপুর ইতোমধ্যে দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয়েছে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা। ঝিন'স ঝি আইসক্রিমের প্রযোজনায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার এ ব্যবস্থা সত্যিই সবার আবেগের অব্যক্ত অনুভূতির বহিঃপ্রকাশ।
এবারে বরাবরের মতোই বাংলাদেশ ভালো পারফরম্যান্স করে আসছে। গত ম্যাচে জিম্বাবুয়ের সাথে এক শ্বাসরোধ্যকর পরিবেশেও বাংলাদেশ আত্মবিশ্বাসের জন্যই জয়ী হয়েছে। ভারতের সাথে এ ম্যাচটি দেখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা প্রত্যাশার যেন সীমা নেই। ভর দুপরে প্রায় ক্লাস শেষ বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, শান্ত চত্বরে একে একে বসে পড়ছে খেলাপ্রেমী শিক্ষার্থীরা। দেশপ্রেমের বহিঃপ্রকাশ, দেশের দলের প্রতি ভালোবাসার টানে বাস ছেড়ে দিয়েছে অনেকেই। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসটা যেন একটি মিনিস্টেডিয়ামে পরিণত হয়েছে। বোলিংয়ের একটা ডট বলে ক্যাম্পাসটাই উচ্ছাসে ফেটে পড়ে। ধীরে ধীরে রানের খাতায় যুক্ত হয় ভারতের রান। হঠাৎ লেগ সাইটে একটা কেচের মাধ্যমে প্রথম উইকেটের দৃশ্য দেখে লাফিয়ে উঠে দলের প্রেমিকরা। আনন্দ আর উচ্ছাসের যেন অন্ত নেই! বন্ধুদের সাথে এই আনন্দের ভাগাভাগি সত্যিই এক সুন্দর মূহুর্ত।
শুধু খেলার আয়োজনেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়ের শান্ত্ব চত্বরের সামনে ম্যাগি কোম্পানির পক্ষ থেকে বিনামুল্যে বিতরণ করা হয় স্পেশাল স্যুপ। সবাই লাইনে দাড়িয়ে স্যুপ নিয়ে আবার আসনে বসে পড়েছে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি সাময়িক স্থগিত হলে স্যুপের লম্বা লাইন দেখা যায়। স্পন্সর কোম্পানি জানান, আমরা খেলাটি একটি স্টেডিয়ামের পরিবেশের মতো উপভোগ করানোর জন্য শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছি। প্রায় পাঁচহাজার শিক্ষার্থীদের জন্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান।
আয়োজনের আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, আমি খেলা দেখতে অনেক পছন্দ করি কিন্তু আজকে খেলা নিয়ে আমি সত্যি অনেক বেশী উচ্ছসিত। বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র একসাথে খেলা দেখে মনে হচ্ছে আমি স্টেডিয়ামে আছি!
© Deshchitro 2024