বগুড়ার সারিয়াকান্দিতে নারচী ইউপির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলার নারচী ইউনিয়নের ভেড়ামারা বুদার ভিটা এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে ভুক্তভোগী ওমর আলী মোল্লা (৫০) সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


ভুক্তভোগীর অভিযোগ ছিলো ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসতবাড়ির ১২৫ টি গাছ কর্তন করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, নারচী ইউপির সদস্য তরিকুল ইসলামের সাথে ওমর আলীর জমাজমি সংক্রান্ত দ্বন্দ্ব বিরাজমান ছিল। দ্বন্দ্ব সূত্রে গত শনিবার দুপুরে ইউপির সদস্য  তরিকুল ইসলাম, তার বাবা নূরু মন্ডল (৬৫), ২ ভাই পিপুল ইসলাম (৩০) ও লিটন মিয়া (৩৩) এবং তার মা তারা বানুসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন ওমর আলীর বসতভিটায় আক্রমণ চালায়।


এ সময় তারা বসতভিটার কলাগাছ, আকাশ মনি, আম, পেঁপে, বেল, বরই, শিমুল এবং কদম গাছসহ প্রায় ১২৫ টি গাছ ধারালো অস্ত্র দিয়ে কর্তন করে। পরে বসতবাড়ির লোকজনের উপর হামলা চালাতে গেলে বসতবাড়ির লোকজন বসতবাড়ি ছেড়ে প্রাণনাশের ভয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ওমর আলী শনিবার রাতে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


ওমর আলী বলেন, আমি প্রাণনাশের ভয়ে বসতবাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। বাড়িতে গেলেই তারা আমাকে প্রাণে মেরে ফেলবে।


এ বিষয়ে তরিকুল ইসলাম বলেন, জমিটি আমাদের। তাই আমাদের বসতভিটার অপ্রয়োজনীয় গাছ কেটে ফেলে নতুন কাষ্ঠল জাতীয় গাছ লাগাবো।সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনা মিমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে বসা হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024