গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (১ নভেম্বর) আনুমানিক রাত ২টায় খুলনার তেরখাদায় নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন বলে জানা গেছে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এ সময় তিনি বাড়িতে অবস্থান করতেন।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটাতে সিএসই বিভাগের শিক্ষক রাহাত হাসানের লাশ ক্যাম্পাসে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও সহস্রাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময়ে তার সহকর্মীরা নানা স্মৃতিচারণ করেন।

এ সময়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, মৃত্যু মানুষের অবধারিত। তবে কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। এমনি এক বিদায় সবার মনে দাগ কেটে গেছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। 


মৃত্যুকালে তিনি এক সন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024