গতকাল সন্ধ্যার পর অটো নিয়ে গফর‍্গাও বাড়ি থেকে বের হন নাসির উদ্দিনল। তারপর থেকে অটোসহ নিখোঁজ। কাল সারাদিন রাত খুজে থানার সরনাপন্ন হয়েও তাকে খুজে পাওয়া যায়নি। আজ বেলা ১১ঃ০০ ঘটীকায় নিখোঁজের একদিন পর তেঁতুলিয়ার হারিয়ে যাওয়া নাসির উদ্দিনের লাশ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত  করে দেখা হচ্ছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024