মরিচ্যা চেকপোস্টেে তিন রাস্তার মোড় এলাকা হতে ৫৮০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক ব্যক্তিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এর প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানান।

সোমবার ( ২৬ মে) সাড়ে ১২ টার সময় মরিচ্যা চেকপোষ্ট হতে ১০০ গজ উত্তরে তিন রাস্তার মোড় এলাকায় তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সুমন তালুকদার (২৬)। তিনি বাগেরহাট জেলার মোংলা উপজেলার হলদিবুনিয়া ইউপির দক্ষিণ মালগাজী পাড়ার জামাল তালুকদারের ছেলে।

বিজিবি জানায়, মরিচ্যা চেকপোস্টে সন্দেহ হওয়ায় তল্লাশী করে তার হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৫৮০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এর বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকার সমমান বলে জানান বিজিবি।

উল্লেখ্য, আটককৃত আসামীকে ক্রিষ্টাল মেথ আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024