দ্রব্যমূলের প্রভাব
মো. সুমন মিয়া
বাজারের ব্যাগ হাতে নিতেই উৎকন্ঠা ভয় চরম,
দর কষাকষি করতে নিজের কাছেই লাগে শরম।
দাম বেড়েছে জ্বালানি তেলের বৈশ্বিক মন্দার জন্যে,
অরাজকতা শুরু হয়েছে দেশের সকল নিত্যপণ্যে।
টাকার মূল্য পাতার মত গুনেই পকেট খালি,
দিন কাটে না হত দরিদ্রের দিয়ে জোড়াতালি।
বাসা ভাড়া, গ্যাস বিল, বাড়তি ইলেকট্রিক বিলে,
জীবন হয়ে উঠেছে নাজেহাল আয়-ব্যয়ের কোন্দলে।
মধ্যবিত্ত শ্রেণী ক্রমে হয়ে যাচ্ছে বিলিন,
ধনী গরীবের বৈষম্য বেড়ে চলছে দিনদিন।
জীবন যাত্রার মান হচ্ছে ভয়াবহ প্রগাঢ়,
ঝুঁকিতে সামাজিক নিরাপত্তা; নিত্য সমাচার।
লেখক: মো. সুমন মিয়া, `গহীনে শব্দ' কাব্যগ্রন্থ, সম্পাদক - চান্দিনা দর্পণ