|
Date: 2024-05-10 05:33:30 |
'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে সাতদিন ব্যাপী 'জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪'-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ই মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত ৭ দিন ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, জাতীয় পুষ্টি পরিষদের প্রশিক্ষক পুষ্টিবিদ ডাঃ অর্পণ মৈত্র, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার দুলাল চন্দ্র বর্মন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইভবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ১৫ই মে অব্ধি চলবে জাতীয় পুষ্টি সপ্তাহ। যেখানে পুষ্টি বিষয়ক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
© Deshchitro 2024