|
Date: 2024-05-06 13:54:12 |
মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আদা গুরুত্বপূর্ণ একটি উপাদান দিনদিন এর গুরুত্ব ও ব্যবহার দুটোই বাড়ছে বাড়তি চাহিদা মিটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাট পরিশ্রম করে যাচ্ছেন। জয়পরহাটের ভাদশা ইউনিয়নের হরিপুর ব্লকের মালয়পুর গ্রামের দেখা যায় কৃষক গ্রুপের সদস্যদের মাঝে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ ইনসান আলী তিনি বলেন বস্তায় আদা চাষ বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি,প্রায় ১৫০ টি বস্তা প্রস্তুত করা হয়েছে। উপস্থিত কৃষকেরা বলেন কৃষি বিভাগে পরামর্শে তারা উদ্বুদ্ধ হয়ে বস্তায় আদা চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এটা দেখে আরো অনেকে আগ্রহী হচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আফসার আলী মন্ডল বলেন কৃষি বিভাগের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফসিয়া জাহান বলেন,বস্তায় আদা চাষ লাভজনক তাই আমার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ নিয়মিত কাজ করে যাচ্ছেন ফলে লক্ষ্যমাত্রা ইতিমধ্যে অর্জন হয়েছে আরো সম্প্রসারণের জন্য নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছি।
© Deshchitro 2024