|
Date: 2024-05-04 16:35:17 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জজকোটের পিপি এ্যাড. আব্দুল লতিফ এর সভাপতিত্বে ৪ মে শনিবার সন্ধ্যায় জজকোট জেলা আইনজীবী হল রুমে আসন্ন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. তামিম হোসেন সোহাগ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শাহনাজ, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম বাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, জেলা মন্দির সমিতির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদ এ্যাড. সোমনাথ ব্যানার্জি, জেলা মন্দির সমিতির সাধারন সম্পাদক নিত্যানন্দ, অসিম কুমার দাশ, মাহামুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক এবং পৌর ওয়ার্ড ১৪ ইউনিয়নের নেত্রীবৃন্দু।
বক্তারা সবাই এ্যাড. তামিম হোসেন সোহাগকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১৩ মে প্রতিক নিয়ে প্রচার অভিযান শুরু হবে। এ্যাড. তামিম হোসেন সোহাগ সকলের কাছে দোয়া চেয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থিতা ঘোষণা করেন।
© Deshchitro 2024