নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষ্যে ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩রা মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ ডোমার উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর পিপিএম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি প্রমুখ সহ ভোটগ্রহণকারী প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গতঃ আগামী ৮ই মে (বুধবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন সহ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024