|
Date: 2022-10-27 16:56:24 |
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ২৭ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদক কারবারি মো. রতন আলী (২৩) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত. আব্দুল মজিদের ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এম.এম সবুজ রানার নেতৃত্বে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী উপজেলার শেরপুর- ঝিনাইগাতী রোডস্থ আহম্মদ নগর জনৈক মামুন তালুকদারের মৎস্য প্রজেক্টের সম্মুখ পাঁকা সড়কের উপর অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. রতন আলীকে আটক করা হয়। পরে তার কাছে একটি ব্যাগে রক্ষিত ৮৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা। বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারি মো. রতন আলীকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
© Deshchitro 2024