|
Date: 2024-04-29 14:13:15 |
পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক হয়রানি, মাদক ব্যবসা, ছিনতাই, আর্থিক প্রতারণার অভিযোগে ৮ জনকে আটক করা হয়েছে।
রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্পট থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- কক্সবাজার সদরের বার্মিজ মার্কেট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে নূর মোহাম্মদ তাসলিম হোসাইন (২৪), ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে মো. সোহেল (২০), মৃত আলী আহাম্মেদের ছেলে মো. শরীফ (২০), মো. সামছুল আলমের ছেলে রাসেল (৩০), ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়ার মো. হাবিবুর রহমানের ছেলে মো. রুবেল (২২), মো. রফিকের ছেলে মো. এনায়েত (২২), মৃত সাবেরের ছেলে মো. মেহেদী হাসান (২২) ও ৫ নং ওয়ার্ডের আলীর জাহান এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে মোঃ রিফাত হোসেন (২০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024