|
Date: 2024-04-29 13:59:47 |
অবশেষে দুই বন্ধুর দেখা। দুই বন্ধু আবারো পুরানো আলাপে ব্যস্ত। আশেপাশে তখন দারুণ এক মূহুর্ত। কেউ কেউ তখন ছবি তুলতে ব্যস্ত। এমনই কয়েকটি ছবি হাতে আসে টিটিএনের। যেখানে প্রানবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে দুই বন্ধু কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী ও পৌরসভা নির্বাচনে তার অন্যতম প্রতিন্দ্বন্দ্বী মাসেদুল হল রাশেদের।
জানা গেছে, জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল সৌজন্য সাক্ষাত করতে কক্সবাজারের রাজনীতির প্রাণ পুরুষ, জাতির পিতার ঘনিষ্ঠ সহচর মরহুম এ কে এম মোজাম্মেল হক সাহেবের বাসভবন হক শনে যান। হুইপ কমল সেখানে গেলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে যান কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমানও। হুইপ কমলের উপস্থিতিতে দুই বন্ধু ও গেল পৌরসভার নির্বাচনের কক্সবাজার পৌরসভার দুই মেয়র প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী মাবু ও রাশেদ বেশ খোশ মেজাজে ছিলেন। এসময় মাসেদুল হক রাশেদের ছোট ভাই জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, তাদের ভগ্নিপতি আওয়ামীলীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার পৌরসভা নির্বাচনের পর প্রথম এই সাক্ষাতে দুই বন্ধু ও দুই প্রতিন্দ্বন্দ্বীর কি কথা হয়েছে তা জানা না গেলেও কক্সবাজারের সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে কথা হয়েছে দুজনের এবং কক্সবাজারের স্বার্থে দুজন একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন উপস্থিত থাকা এক ব্যক্তি ।
© Deshchitro 2024