|
Date: 2022-10-27 09:23:17 |
'শিক্ষকদের দিয়েই শিক্ষায় রূপান্তর শুরু’-এমন প্রতিপাদ্য নিয়ে শিক্ষক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭অক্টোবর, বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নিয়ে এ কলেজ ক্যাম্পাস থেকে এক র্যালি, উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০ টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াদ হাসান।
অন্যানের মধ্যে বক্তব্য প্রদান করেন লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সহকারী অধ্যাপক ছবীর আহমেদ আখন্দ, প্রভাষক প্রবীর কুমার নাথ, প্রভাষক মো. জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক শাশ্বতী পাল, সুপার আব্দুস সালাম, মো. শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক হরিচাঁদ কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন।
এসময় শিক্ষকবৃন্দ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির দাবী জানিয়ে বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে। ভালো কাজের স্বীকৃতি প্রদানে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে শ্রেণিকক্ষে পাঠদান করতে পারেন, তারা যাতে নির্যাতন বা হয়রানির শিকার না হন, সেজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুন নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
© Deshchitro 2024