বাগেরহাটের মোরেলগঞ্জে দীপক কর্মকার(৪৪) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার (২৫) রাত ৮টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের সোনালী ব্যাংক সড়কে এঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার থানায় একটি মামালা দায়ের হয়েছে। পুলিশ এ মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোরেলগঞ্জ বাজারের নিউ প্রভাত জুয়েলার্সের মালিক দীপক কর্মকার জানান, ঘটনার সময় মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে প্রতিদিনের ন্যায় তার স্বর্ণের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় সোনালী ব্যাংক সড়কের মুরগীপট্টিতে পৌঁছলে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তার গতি রোধ করে তাকে বেধরক মারপিট করে তার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ও প্রায় ১৫ লাখ টাকা মূল্যের সোনা ও রুপার অলংকার ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে অলংকারের ব্যাগটি ফেরত পেলেও নগদ ২০ হাজার টাকা ও তার নিজ গলায় থাকা স্বর্ণের চেইনটি ফেরত পাননি। এ ঘটনায় বুধবার সকাল ১০টায় ভুক্তভোগী ব্যবসায়ী দীপক কর্মকার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলার এজাহারভূক্ত ৬ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলো- আ. রহিম খান, জুয়েল শেখ, মো. জাহিদ আলম, পান্না শেখ, মো. আনোয়ার হাওলাদার ও মো .সুমন হাওলাদার।
এ বিষয়ে থানা অফিসার ইনজার্জ মো. সাইদুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহারভূক্ত ৬ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকেও গ্রেফতারের
চেষ্টা অব্যাহত রয়েছে।