ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগতি দক্ষিণ থানা শাখার উদ্যোগে  রামগতি বেড়ি বাঁধে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা হয়েছে। গত ১৫ই এপ্রিল (সোমবার)  বিকাল ৫ টায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করা হয় । 



লক্ষ্মীপুর জেলা শহর থেকে প্রায় ৫০ কিমি দূরে রামগতি মেঘনা তীরবর্তী এলাকা পরিনত হয়েছে জেলার অন্যতম পর্যটন কেন্দ্রে।  অবকাশ যাপনের জন্য এখানে ছুটে যায় নানা বয়সী মানুষ।


জানতে চাইলে তারা বলেন, রামগতি বেড়িবাঁধ তথা মেঘনা তীরবর্তী  এলাকা জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। সবসময় এখানে পর্যটকদের ভীড় থাকে।কিন্তু ঈদের সময় উপচে পড়া ভীড় থাকে। আর এখানে প্লাস্টিক সহ নানা ধরনের বর্জ্য ফেলে। যার কারনে নদীতে এগুলো পড়ে মাছ সহ নদীর জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। এজন্য আমরা উদ্যেগ নিয়েছি। পরিষ্কার করার।আমাদের এ ধারা অব্যাহত থাকবে। 


এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার স্কুল বিষয়ক সম্পাদক মোঃ সুমন উদ্দিন,সাবেক ছাত্রনেতা সায়েদ মোহাম্মদ এবং থানা শাখার সভাপতি রাকিব মুসাব্বীর সহ আরো অনেকে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023