৭নং আওলিয়াপুকুর ইউনিয়নের ৮মেম্বারের    

     দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের ৮মেম্বারের বিরুদ্ধে চেয়ারম‍্যান মোঃ আব্দুর রহিমকে কোনঠাসা করে রাখার অপপ্রয়াস ও নিজেদের আদিপত‍্য বিস্তার করার লক্ষে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে বলে অভিযোগ করেন ইউনিয়নের কয়েকজন মেম্বারসহ একাধিক সাধারন জনগন।

এসময় সংরক্ষিত মহিলা আসনের ১,২,,৩ নংওয়ার্ডের মেম্বারনি মোছাঃ কোহিনুর আক্তার,৪,৫,৬নং ওয়ার্ডের সামসুন নাহার এবং ৭,৮,৯নং ওয়ার্ডের হিমানী রায় ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ খাইরুল ইসলামসহ  আউলিয়াপুকুর ইউনিয়নের একাধিক সাধারন জনগনের দেয়া বক্তব‍্যে তারা বলেন মোঃ আব্দুর রহিম চেয়ারম‍্যান পদে অত্র ইউনিয়নে আসার পর থেকে ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ মকবুল,২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আশেকুল ইসলাম,৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আফছার আলী,৪ং ওয়ার্ডের মেম্বার মোঃ আনোয়ার হোসেন,৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাসানুর সরকার,৭নংওয়ার্ডের সদস‍্য মোঃ রবিউল ইসলাম,৮নং ওয়ার্ডের মেম্বার মেহেদি হাসান এবং ৯নং ওয়ার্ডের সদস‍্য মোঃ মহির উদ্দিন কাসেম সহকারে চেয়ারম‍্যান মোঃ আব্দুর রহিমের সাথে বৈশম‍্য সৃষ্টি করে চেয়ারম‍্যানের বিরুদ্ধচারন করাই যেন একটা দৈনিক দায়িত্বের মধ‍্যে রপ্ত করেছেন।জনগনের সেবার ব্রত নিয়ে যেন চেয়ারম‍্যানের দৈনন্দিন কাজের বিরোধীতা করাই  তাদের নৈতিক দায়িত্ব।এরই ধারাবাহিকতায় কাজের অংশ হিসেবে গত ২৫অক্টোবর সরকারের চলমান গ্রাম উন্ময়ন প্রকল্পের আওতায় মাটি কাটা ৪০দিনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষে চেয়ারম‍্যান আব্দুর রহিম  সকল ওয়ার্ডের মেম্বার ও মেম্বারনিদের জরুরী সভায় উপস্থিত থাকার আহবান জানালে তারা সভায় উপস্থিত হয় ঠিকই কিন্তু রেজুলেসনে সাক্ষর না করেই এরা বিরোধিতা শুরু করে যেন "তাদের বাড়া ভাতে ছাই পড়েছে"এঘটনাকে কেন্দ্র করে বিকাল আনুমানিক চারটার দিকে ইউনিয়ন পরিষদে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে এবং চেয়ারম‍্যানের বিরুদ্ধে মিথ‍্যে অপপ্রচারনা চালায় যে তিনি নাকি বহিরাগত সন্ত্রাসীসহ  ইউনিয়ন পরিষদের ছাদে  লাঠি সোটা এনে রেখেছে।যা সম্পূর্ন একটা মিথ‍্যে এবং বানোয়াট অপ্রচার চালিয়ে চেয়ারম‍্যানকে হেনস্থা করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে সাধারন জনগন বলেন মোঃ আব্দুর রহিম ৭নং আউলিয়া পুকুর ইউনিয়নে আসার পর থেকে আমরা সরকারের দেয়া প্রতিটি সুযোগ সুবিধা পাচ্ছি।হঠাৎ করে কিছু সদস‍্যের খাওয়া বন্ধ হয়ে যাওয়ায় তারা চেয়ারম‍্যানের বিরোধিতা করছে।তবে ইউনিয়ন পরিষদে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি চিরিরবন্দর থানা পুলিশের সহোযোগিতায় নিয়ন্ত্রনে আসে। এ প্রসঙ্গে ইউনিয়নের চেয়ারম‍্যান মোঃ আব্দুর রহিম বলেন বর্তমানে অত্র ইউনািয়নে কর্মরত সচিবের কারনেই আজকে এই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।তিনি সরকারি দপ্তরের নিয়োগকৃত স্টাফ।তার দায়িত্ব ইউনিয়ন পরিষদের অফিসিয়াল দায়িত্ব স্বচ্ছতার সাথে পালন করা।একে অপরের বিরুদ্ধচারন করা তার দায়িত্ব নয়।কিন্তু অফিসিয়াল ডেকোরামের অনেককিছুই ওভারটেক চলার চেষ্টা করে এবং অফিসিয়াল গোপনীয়তা রক্ষা করা তার নৈতিক দায়িত্ব হলেও সেটা তিনি কখনোই মেইনটেইন করেন না।যেন তিনি এখানে চাকুরী করতে আসেনি।রাজনৈতিক প্রতিহিংসা সৃষ্টি করতে এসেছে।আজকে মেম্বারা আমার বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ তুলে কথা বলছে তার বাস্তব প্রমান জনগনের দোরগোড়ায় গিয়ে জিজ্ঞেস করলে বা সরেজমিনে তদন্ত করলেই বেরিয়ে আসবে।আজকে জনগনের আমার প্রতি যে আস্তা তা বিনষ্ট করার লক্ষে একটি অযৌক্তিক  তথ‍্য দাড় করিয়ে ইউনিয়নের উন্নয়ন মুলক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করাই তাদের একমাত্র দায়িত্ব।তারা কখোই আমাকে চেয়ারম‍্যান হিসেবে মুল‍্যায়ন করতে চায় না।কারন আমি জনগনের ভোটে নির্বাচিত তাই জনগনের স্বার্থ রক্ষাই আমার একমাত্র ব্রত।এতে কারো ব‍্যক্তিস্বার্থে আঘাত লাগলে আমার কিছু করার নাই।আমি চাই সকলকে নিয়েই উন্নয়নের ধারাবাহিকতা অব‍্যাহত রাখতে।কিন্তু কেউ যদি সহোযোগিতা না করে এটা তাদের ব‍্যক্তিগত ব‍্যাপার।তবে আমি যদি তাদের কোন সহোযোগিতা না পাই তাহলে এরপরে আমি সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে অবগত করবো।এপ্রসঙ্গে বিভিন্ন ওয়ার্ডের মেম্বারা বলেন চেয়ারম‍্যান আমাদের অবগত না করেই একক সিদ্ধান্তে সব বাস্তবায়ন করতে চায়।আমরাও তো জনগনের ভোটে নির্বাচিত। আমাদেরও ইউনিয়নের উন্নয়নমুলক প্রকল্পের কাজে অংশীদারিত্ব করার অধিকার রয়েছে।স্থানীয় সুশীল সমাজের ব‍্যক্তিবর্গের অভিমত অত্র ইউনিয়নের উন্নয়নের স্বার্থে  বিরোধিতা নয়।একযোগে কাজ করে উন্নয়নের ধারাবাহিকতা অব‍্যাহত রাখা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023