|
Date: 2024-04-14 11:56:19 |
ঈদুল ফিতরে ও বাংলা নবর্বষের টানা ছুটি শেষ হচ্ছে আজ।
এই ছুটিকে কেন্দ্র করে লাখো পর্যটকের ঢল নেমেছিলো দেশের শীর্ষ পর্যটন স্পট কক্সবাজারে।
সোমবার (১৫ এপ্রিল) থেকে সরকারি-বেসরকারি, ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলছে।
অবকাশ যাপনের পর পর্যটকরা ফিরে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।
শহরের প্রবেশদ্বার কলাতলির ডলফিন মোড়ে নবর্বষের দিন বিকেলে তীব্র যানজট দেখা গেছে।
অন্যদিকে বাস ও রেলের টিকেট সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে পর্যটক দের।
ঢাকা থেকে বেড়াতে আসা ছৈয়দ বিন কাশেম (৩৫) জানান, ” বাসের টিকেট মিলছেনা, ট্রেনের গুলো আগে থেকেই বুকড। কাল অফিস আছে জানিনা সময়মত পৌঁছাবো কিনা।”
যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা দেখা গেছে৷ পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে জেলা পুলিশ, মনিটরিং করছে জেলা প্রশাসন।
© Deshchitro 2024