বাংলা নববর্ষ ১৪৩১ বরণ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।


রোববার (১৪ এপ্রিল) সকালে শহীদ দৌলত ময়দানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিবসটির কর্মসূচীর শুভ সূচনা হয়।পরে অনুষ্ঠিত হয় বৈশাখের গান এসো হে বৈশাখ।


এরপরে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের নেতৃত্বে বের করা হয় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।


এতে পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করে।


পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024