|
Date: 2024-04-04 07:19:00 |
কক্সবাজারের উখিয়া উপজেলার উখিয়া সদর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।
অভিযানে স্বর্নের দোকান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এবং বাজার তদারকি করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মূল্য তালিকায় পণ্যের মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি মুদির দোকান, ১টি মুরগীর দোকান ও কাঁচা তরকারির দোকান থেকে থেকে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হোসেন জানান,” বুধবার উখিয়া স্টেশনে অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ২৮ হাজার টাকা এবং স্বর্নের দোকান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
© Deshchitro 2024