শ্যামনগরে সুপেয় পানি সরবরাহে পাইপ লাইন উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার(২৭ মার্চ) দুপুর ১২টায় মুন্সিগঞ্জ ইউপির উত্তর কদমতলা গ্রামে লির্ডাসের বাস্তবায়নে সুপেয় পানি সরবরাহে পাইপ লাইন উদ্বোধন করা হয়েছে।

পাইপ লাইনের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে বলেন শ্যামনগর উপজেলায় সুপেয় পানির সংকট রয়েছে। লবন পানির জন্য সুপেয় পানির সংকট। সুপেয় পানির সংকট সমাধানে সরকারের পাশাপাশি লির্ডাস যে উদ্যোগ গ্রহণ করেছে এটি এলাকার মানুষের উপকারে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম, লির্ডাসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, অর্থায়ন সংগঠন সুইচ কনট্যাক্ট প্রতিনিধিবৃন্দ, লির্ডাসের কার্যকরী পরিষদ সদস্য রনজিৎ বর্মন, মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, প্রভাষক মোশারাফ হোসেন, আওয়ামীলীগ নেতা সুশান্ত বিশ্বাস প্রমুখ।
জানা যায়, চার থেকে পাঁচ কিলোমিটার এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে।

ছবি- শ্যামনগরে সুপেয় পানির পাইপ লাইন উদ্বোধন করছেন এমপি এস এম আতাউল হক দোলন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024