|
Date: 2024-03-26 08:01:14 |
বগুড়ার সারিয়াকান্দিতে সারা দেশের ন্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৬ শে মার্চ) সকালে উপজেলার পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।
প্রথমে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান।
এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাগণ, পুলিশ প্রশাসন, উপজেলা আনসার ভিডিপি, সারিয়াকান্দি অফিসার্স ক্লাব, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এরপর সকাল ৯টায় পাবলিক মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী নানা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। কুচকাওয়াজ প্রদর্শনে অংশ নেন বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
© Deshchitro 2024