|
Date: 2024-03-21 08:33:23 |
আল-খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কর্তৃক অনুমোদিত কুরআন প্রশিক্ষণ কোর্সের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রটি বৃহস্পতিবার (২১ মার্চ) ১০ রমজান দুপুরে পরিদর্শন করা হয়েছে।
কেন্দ্রটি পরিদর্শন করেন আল-খলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিদর্শক ও বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের।
এসময় উপস্থিত ছিলেন বোর্ডের কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান।
কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রীয় পরিদর্শক স্কুল কেন্দ্রের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রসঙ্গত, স্কুল কেন্দ্রটি রমজান মাসে জামাতে আতফাল থেকে খামিস পর্যন্ত পাঠদান চালু রয়েছে।
© Deshchitro 2024