আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। 


শনিবার (২২ অক্টোবর)নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও নিরাপদ সড়ক চাই (নিসচা)নান্দাইল উপজেলা শাখার যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই নান্দাইল নান্দাইল উপজেলা শাখার উপদেষ্টা নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল, যুবলীগ নেতা মোঃ নাজমুল হক মাসুম নিসচা নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল মাহমুদ,অর্থ সম্পাদক মিজানুর রহমান খান সাগর, মোঃ সাখাওয়াত হোসেন ভূইয়া, তাইফুল রহমান তাপস, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম নয়ন, সাংবাদিক ফরিদ মিয়া যুবলীগ নেতা হাবিবুর রহমান প্রমূখ ।


আলোচনা সভা শেষে নান্দাইল চৌরাস্তায় হাইওয়ে সড়কে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে চৌরাস্তা এলাকার সড়ক পরিবহন নেতৃবৃন্দ ও শ্রমিকরা যোগদান করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024