দৌলতদিয়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটি সভাপতি মোস্তফা মুন্সি নির্বাচিত 

দৌলতদিয়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটি গঠন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাপতি মোঃ মোস্তফা মুন্সিকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৮মার্চ) বেলা সারে ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। 

এর আগে কমিটির ৩ জন শিক্ষক প্রতিনিধি,৫ জন অভিভাবক সদস্য ও ১ জন দাতা সদস্য নির্বাচন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ মাসুদুর রহমান।

সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মুহাম্মদ সহিদুল ইসলাম। উপস্হিত ছিলেন কমিটির শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আবুল কাশেম,শামীম শেখ,মিস সোনালী আক্তার,দাতা সদস্য সাইফুল ইসলাম লিটন,অভিভাবক সদস্য মোঃ আব্দুল লতিফ ,চম্পা খাতুন,সিরাজ কাজী ,মিলন বেপারী এবং সংরক্ষিত নারী সদস্য তানিয়া আক্তার।

সভার সভাপতি মোঃ মাসুদুর রহমান বলেন, নব-নির্বাচিত কমিটির জন্য শুভকামনা রইল। তবে বর্তমান কমিটির মেয়াদ আগামী ১০ এপ্রিল পর্যন্ত রয়েছে। এরপর হতে নবনির্বাচিত কমিটি তাদের কার্যক্রম শুরু করবে। এর মধ্যে নতুন কমিটি শিক্ষা বোর্ড হতে অনুমোদন করিয়ে আনতে হবে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024