শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির আলোকে গণ অনশন করা হয়।

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ আইন যথাযথ বাস্তবায়ন,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন,বৈষম্য বিলোপ আইন প্রনয়ন,পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন সহ সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনেরে দাবী বাস্তবায়নে উপজেলা প্রেসকাব চত্তরে গণ অনশন চলাকালে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিষ্ণু পদ মন্ডল, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, শিক্ষক সনজিত দাস, মহাদেব মন্ডল, প্রভাষক সমীর গায়েন, ইউপি সদস্য স্বপন বৈদ্য,কুমুদ গাইন, শিক্ষক ধনঞ্জয় মন্ডল,সুকুমার বিশ^াস প্রমুখ।

ছবি- শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে গণ অনশন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024