|
Date: 2022-10-22 10:12:48 |
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বেলা ২টার দিকে মঞ্চে ওঠেন। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতা নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না। সুষ্ঠু ভোট হলে ১০টি আসনও পাবেন না আপনারা। এত উন্নয়ন করেছেন, পদ্মা সেতু করেছেন, কোনো কাজে আসবে না।
শনিবার বেলা ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় গণসমাবেশের প্রাথমিক কর্মসূচি।
শুক্রবার রাত থেকে সমাবেশস্থল ঘিরে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। কর্মসূচির দিন সকালেও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতা-কর্মীদের সমাবেশস্থলে আসতে দেখা গেছে। তাদের হাতে দেখা গেছে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।
সমাবেশ আসতে পথে নেতা-কর্মীরা নানা বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে খুলনাগামী যানবাহন। বাধ্য হয়ে বিকল্প পথে আসেন নেতা-কর্মীরা।
© Deshchitro 2024