|
Date: 2022-10-22 10:11:00 |
যুবদের সাথে কৃষি ও পরিবেশ বিষয়ক কর্মশালা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সুপেয় পানির অভাব, রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধির ফলে জলাশয়ে মাছ মারা যাচ্ছে,গাছপালা কমে যাচ্ছে,বাল্য বিবাহ বৃদ্ধি পাচ্ছে,রাসায়নিকের পরিবর্তে জৈব কৃষি চর্চা বাড়াতে হবে। এ সকল কথা বলছিলেন শনিবার (২২ অক্টোবর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যুবদের সাথে কৃষি ,পরিবেশ ও জেন্ডার বিষয়ক কর্মশালায় যুবরা।
উপজেলা কৃষি অফিসের হল রুমে রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় পূজা মন্ডল(১৭),তাপস মুন্ডা(১৬), বিপ্লব ঘোষ(১৮), উমা রানী(১৫) বলেন এলাকায় লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, পলিথিন ও প্লাষ্টিকে ভরে যাচ্ছে, ফলে পরিবেশ দূষণ হচ্ছে। বক্তারা তাদের গ্রামের পরিবেশগত কৃষিজ ও জলবায়ু পরিবর্তন ,জেন্ডার সমস্যা গুলি ছোট ছোট দল ভিত্তিক আলোচনা ও নাটিকা প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করে অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে নিরাপদ সবজি চাষ সহ নিরাপদ ফসল উৎপাদনে যুবদের ভূমিকা রাখার আহব্বান জানান।
রিইব কর্মকর্তা মোঃ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শিক্ষক ও উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ কুমার বর্মন, বারসিক শ্যামনগরের ইনচার্জ রাম কৃষ্ণ জোয়ারদ্দার।
রিইবের গবেষণা সহকারী চৈতন্য দাসের তত্বাবধানে পাতড়াখোলা গণ গবেষণা দল,বংশীপুর গণগবেষণা দল, প্রচেষ্টা কৃষি যুব দলের ছেলে ও মেয়েরা এক পর্যায়ে কর্মশালায় যুবদের করণীয় ও একশন প্লান প্রস্তুত করেন।
ছবি- শ্যামনগরে যুবদের সাথে কৃষি,পরিবেশ ও জেন্ডার বিষয়ক কর্মশালায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।
© Deshchitro 2024