|
Date: 2024-03-09 10:54:43 |
কুতুবদিয়ায় উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ চলছে।
শনিবার (৯ মার্চ) তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যায়। পুরুষ ভোটারের উপস্থিতি অনেকটা কম।
ধুরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার নুরুল হক মারা যাবার পর এটি শূন্য হয়ে পড়ে। এ ওয়ার্ডের নির্বাচনে ৫জন প্রার্থী রয়েছেন ডামিসহ। প্রার্থীরা হলেন-বোরহান উদ্দিন (টিউবওয়েল), জসীম উদ্দিন (তালা), ইমতিয়াজ উদ্দিন (ফুটবল), নার্গিস সুলতানা (মোরগ) ও সাহাব উদ্দিন (ঘড়ি)।
কেন্দ্রে প্রিসাইটিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১১টার মধ্যে ৬টি বুথে ১৩’শ ভোট পড়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক দায়িত্বে রয়েছেন।
© Deshchitro 2024