
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক ১০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র্যাব-১, সিপিসি সদর এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর মহানগর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে চৌকস আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে আসামী- মোঃ নাসির উদ্দিন (৫০), পিং- মোঃ এমদাদ হোসেন, সাং- শ্রীরামপুর, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করে। গ্রেফতার সময় তার হেফাজত হতে ১ টি পুরাতন বাটন মোবাইল, ২ টি সিমকার্ড, নগদ ৯০০ (নয়শত) টাকা উদ্ধার করা হয়। মামলা নং- ০৯/১০, বিভাগীয় বিশেষ জজ আদালত বরিশাল, কোতয়ালী থানার মামলা নং- ৭৮, তারিখঃ ২৫/০৫/২০১০ ইং, জি আর- ৪২৭/১০, ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯৯০ এর ১৯ (১) টেবিল ৩ (খ)। সাজা- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামী ও আলামত সমূহ সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।