|
Date: 2024-03-08 04:33:36 |
মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি থেকে ট্যাপেন্টাডলসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়
৭ মার্চ(বৃহস্পতিবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল জয়পুরহাটের পাঁচবিবি বাজার তিনমাথার মোড় হতে ১০৫ পিচ ট্যাপান্টাডলসহ মাদক ব্যবসায়ী শ্রী শুভ মহন্ত ও মোঃ রাশেদ রানা কে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের শ্রী দীপেন্দ্র নাথ দাসের ছেলে শ্রী শুভ মহন্ত উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের মৃত রজব আলী ছেলে মোঃ রাশেদ রানা।
গ্রেফতারকৃত আসামী শুভ মহন্ত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাশেদ এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন তিনমাথার মোড় এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপান্টাডল- ১০৫ পিচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024