বিধান চন্দ্র দেবনাথ


পাশের বাড়ির খোকাবাবু
দুষ্টুমিতে সেরা,
তার মাথায় আছে শুধু
দুষ্টু বুদ্ধি ভরা।

রাস্তা দিয়ে হেঁটে যায়
যখন পথচারী, 
অযথাই প্রশ্ন করে 
কোথায় তোমার বাড়ি।

বাড়ির পাশের মাঠে খেলে
ছোট্ট ছেলে মেয়ে,
তাদেরকেও বিরক্ত করে
তাদের কাছে যেয়ে।

নিজেকে নিজেই ভাবে
সকলের রাজা,
রাজা তো নয় সে
আস্ত হারামজাদা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024