|
Date: 2022-10-20 13:41:30 |
শ্যামনগরে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুটবল মাঠে বৃহস্পতিবার চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতন ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যকার খেলায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতনকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে।
জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আকতারুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু ও নকিপুর এইচ.সি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ^াস, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হাফিজুর রহমান প্রমুখ।
প্রতিযোগিতায় ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়, চিংড়িখালী মাধ্যমিক বিদ্যানিকেতন ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় অংশ নেয়।
ছবি- শ্যামনগরে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।
© Deshchitro 2024