|
Date: 2024-02-28 06:35:09 |
কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে নোঙর করতে গিয়ে গ্রাফি ফেলার সময় রশি পেঁচিয়ে সাগরে ডুবে আবু হানিফ (২৭) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
নিহত আবু হানিফ চট্টগ্রামের রাউজান উপজেলার ওয়াদী খিল গ্রামের সৈয়দ করিমের ছেলে।
সোমবার(২৬ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বড়ঘোপ এলাকার আরিফুল ইসলামের মালিকানা মায়ের দোয়া ট্রলারের ১৪ মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান গত ২৪ ফেব্রুয়ারি। গতকাল সোমবার বিকাল তিনটার দিকে পশ্চিম বঙ্গোপসাগরে গিয়ে ট্রলারটি নোঙর করার জন্য ওই ট্রলারের আবু হানিফ নামে এক জেলে গ্রাফি ফেলতে যায়। এ সময় পায়ে গ্রাফির রশি পেঁচিয়ে সাগরে ডুবে যায়।
তাৎক্ষণিক ওই ট্রলারে অন্যান্য জেলেরা হানিফকে উদ্ধারের জন্য চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে, দুই ঘণ্টা পর রশি পেঁচানো অবস্থায় ভেসে উঠলে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, সাগরে জেলের মৃত্যুর ঘটনার খবর পেয়ে জেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
© Deshchitro 2024