|
Date: 2022-08-08 13:50:27 |
পাই না ঋতু খুঁজে
মোহাম্মদ ইলিয়াছ
ষড়ঋতুর এদেশটাতে
পাই না ঋতু খুঁজে
ইচ্ছে করে কারো নিকট
ঋতু আসি বুঝে।
আষাঢ় শ্রাবণ পার হয়ে যায়
হয় না তেমন বৃষ্টি
হঠাৎ এসে দেয় ভিজিয়ে
রহস্যময় সৃষ্টি।
বৃষ্টি পেয়ে ভিজবো বলে
যেই গিয়েছি মাঠে
কাঠ ফাটা রোদ মাথার উপর
বিলের জমিন ফাটে।
চাষির মুখে যায় না শুনা
ধান রোপণের গান
এমন দিনে চাষির হাসি
ছিল অফুরান।
গোমড়ামুখো প্রকৃতিতে
উলটপালট খেলা
সেসব খেলা দেখে দেখে
যায় কেটে যায় বেলা।
প্রকৃতির এই বিরূপ চিত্র
বাড়ছে কেবল বাড়ছে
মানুষেরই কর্মদোষের
চিত্র নজর কাড়ছে।
© Deshchitro 2024