◾ নিউজ ডেস্ক 


বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসনের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল বুধবার সন্ধ্যায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এ সময় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু ও চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন। অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর টম বার্গী ও হাইকমিশনের কর্মকর্তা তানভীর মাহমুদ। জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ খবর জানান। 


খন্দকার দেলোয়ার জালালী জানান, বৈঠকে জাপা চেয়ারম্যান ও ব্রিটিশ হাইকমিশনার বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক সম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুটি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় জি এম কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024