|
Date: 2024-02-25 08:32:22 |
মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া বাজার এলাকা হতে এম্পলসহ মোঃ রুবেল হোসেনকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল হোসেন পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে গত ২৩ ফেব্রুয়ারী মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার এস আই রবিউল ইসলাম, এ এস আই মোতালেবহোসেন,এ এস আই ফারাজুল ইসলাম এবং এ এস আই রইস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ
উপজেলার মোড়েরহাট এলাকায় থেকে একটি মোটরসাইকেল ও ৩৪২ পিচ এ্যম্পল সহ রুবেল হোসেনকে হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী রুবেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে আদালতে মাধ্যমে আসমী রুবেলকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
© Deshchitro 2024